জুলাই বিপ্লবে
গণবিক্ষোভের মুখে গণবিস্ফোরণ ঘটে ।
হারিয়েছি যে
কত মেধাবী ছাত্র, ছাত্রীদের প্রাণ ৩৬ দিনে ।
মৃত্যু শহরে
ঢাকা শহর এক বীভৎসতার নগ্ন খেলা !
গণমাধ্যম কর্মী, গণমানুষের মিছিলের জোয়ার ।
ঢাকার বাহিরে
জেলা শহরে দলে দলে জনতার ঢল ।
গণমাধ্যমকর্মী, গণমানুষের মিছিলের জোয়ার ।
অধিকার আদায়ে
ছেলে মেয়ে হারা অভিভাবকের দুঃখ কান্না জল হয়ে উঠে তাদের অধিকার আদায়ের হাতিয়ার ।
বোন হত্যার, ধর্ষণের বিচার নেই যে দেশে
সে দেশ থেকে রুখে দিতে হবে সব ষড়যন্ত্রর ।
সব অন্যায়, অত্যাচার, নির্যাতনের ।
অত্যাচারী, অত্যাচারীর দোসরদের ।
চিরতরে গুম, খুন ত্রাসের রাজত্বের ।
যে দেশে অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে
রাজপথ দখল করতে হয়
সেই দেশে লাগবেই সুষ্ঠু বিচারের জন্যে
জনবান্ধব গণতন্ত্রের ।
হারানো অতীত পুনরুদ্ধারে
গণতন্ত্রের চর্চার ।
দেখেছে মানুষ অধিকার পাবার জন্যে রক্ত বন্যার
দেখেছে মানুষ অধিকার পাবার জন্যে দুর্ভোগের অধিকার পেতে যদি হয় জনদুর্ভোগ
অধিকার ফিরে পেতে হয় মৃত্যুভোগ
তবে কী বলার থাকে আমার !
কী দোষ ছিল কচি কাচা শিশু সন্তানদের
কী দোষ ছিল স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের
কী দোষ ছিল জীবিকা অন্বেষণে পথচারী জনতার ।
আঠারোর কোটা আন্দোলন ভুলেনি কেউ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ভুলবে কেউ । চোখের সামনে ভাসে শ্বাসরুদ্ধকর সেইসব দিন । মেধার অসন্তোষ ঘটে কোটা প্রথা রেখে
মেধার ঠিক মূল্যায়ন হয়নি চাকরি প্রবেশে
দিয়েছে প্রাণ ওঁরা শত, হাজার জনে জনে ।
কি হিংস, কি বর্বর, কি বীভৎস নগ্নছবি !
দেশের মানুষ স্বাধীনতার জন্যে আবার প্রাণ দিল রক্তের উপর দাঁড়িয়ে নতুন ভাবমূর্তি গড়ল ।
গণঅভ্যুস্থানে নতুন বাংলাদেশ বিশ্ব দেখল ।
প্রশ্ন রাখি
সহিংস রাজনীতির পথ কি রুদ্ধ হলো !
অরাজকতা, অস্থিরতা কি বন্ধ হলো !
কিসের প্রতিষ্ঠা সংগ্রামে এতো ক্ষতি হলো ?
এতো জীবন, রাষ্ট্রীয় কোষাগারের এতো ক্ষতি
দেশের তরে এত ক্ষতি করে কি লাভ !
ভাগ্যে না জুটে সেই স্বাধীনতার স্বাদ
জনগণ যদি ভালো না থাকে আমার
ভাতে মাছে ডালে সবজিতে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি যদি লাগাম রশ্মির না টানি
সিন্ডিকেট বাজার, ব্যাংক লুট বন্ধ না করি
শুধু গুটি কয়েক সংস্কার আর কমিশন করে কি লাভ
কি লাভ এসব করে উপদেষ্টা পরিষদ মহাশয় !
জনতার মনে যদি স্বস্তির নিশ্বাস না ফিরে
না ফিরে ভালো ভাবে বাঁচার অধিকার
রাত হলে শান্তিতে ঘুমাতে না পারে ।
জনগণ ভোট দেয় অধিকার আদায়ে
জনগণই দুর্ভোগ পোহাই সব সময়ে
ব্যালট পেপারে মারে সিল অধিকার পেতে
প্রতিজ্ঞ থাকে সরকারও অধিকার দিবে
আবার ভোটের অধিকার সে-ই হরণ করে
তবে জনগণের আর কিসের অধিকার থাকে ?
দিনের ভোট রাতেই অর্ধ সম্পন্ন করে ?
জনতার সাথে এ কেমন প্রতারণা করে ?
জালিয়াতি- প্রতারণা ছাড়া বৈ কিছু নহে
ক্ষমতার পালাবদল ঘটে খুঁটি নড়ে নাহে ।
শুধু হাত বদল,সামান্য -ই পরিবর্তন ঘটে
আজও কি দৃশ্যমান পরিবর্তন ঘটেছে
বলতে পারেন দেশের বিজ্ঞ মহাজনে ?