প্রাইভেট সদালাপ করে নেই
তারপর বুঝি জিজ্ঞাসা করি
তোমাদের কথা, দেশের কথা
শুনেছেন বাবু মহাশয়েররা আজ
শুনেছেন বিজ্ঞ সুশীলরা আজ
লক্ষ করে থাকুন নিজ দেশের
হালাবস্থা, অস্থিরতার ।
কিসের এত বড়াই
কিসের এত লড়াই
কিসের গন্ধ পাচ্ছ তোমরা
কিসের কর এতো ভয়
লড়তে হবে
গড়তে হবে
জাগতে হবে
চালাও বুলেট
চালাও গুলি
শুরু হোক নতুন করে আবার যুদ্ধ
শেষ হোক অস্ত্রধারীদের দৌরাত্ম্য
গুলি বারুদ বক্ষে লাগুক মরুক
রাস্তা রক্তে রঞ্জিত হোক
শত শত হাজার হাজার লাশ পড়ুক
অস্ত্রধারীদের দাপট দাম্ভিকতার অবসান হোক
জুলুম নির্যাতন, খুন খারাপি ধর্ষণ বন্ধ হোক
তারপর বুঝি জিজ্ঞেস করুন
দেশের এখন অবস্থা কি ?
বছর জুড়ে চলে দেশে যা
তার লেশ কি সহজে মুছা ?
তোমরা যারা ছিলে বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনে ছিলে বিপক্ষী
কটাক্ষ করে গেছ, ,রাজপথে অবস্থান নিছ
পা্ল্টা প্রতিরোধ আন্দোলনের ডাক দিছ
আজ তোমরা শুনো
আজ আমি লিখছি
শক্ত হাতে কলম ধরে
গলা, মাথা উঁচু করে
ছাত্র ছাত্রীদের জন্যে
গণমানুষের জন্যে, পক্ষে ।
লিখছি সব বিদায়ী শহীদী
আত্মার রোজনামচা
তাঁদের ক্রন্দন ধ্বনির প্রতি
তাঁদের বেদনার প্রতি
শ্রদ্ধা, সম্মান করি ।
তাঁদের জন্যে ভালোবাসার পথ
আজীবন খুলে রাখি
দেশ ও মানুষের জন্যে
একটি নতুন স্বাধীনতার পত্র
একগুচ্ছ কবিতার সম্ভার রচি ।
তাঁদের গায়ে হাত তোলো
আন্দোলন করতে গেলে
ছাত্রীদের যৌন নির্যাতন কর
তেড়ে দাও হল রুম থেকে
গুন্ডা পান্ডা নামধারী সন্ত্রাসী
ছাত্র লীগের পৈশাচিকতার
এই কি শেষ হবার ?
আত্মা রক্ষার কে না অধিকার রাখে ?
প্রাণে বাঁচার জন্যে আত্মগোপন করে
মেয়েদের হল রুমে আত্মগোপন করে
কি নির্মম সেই নির্যাতনের ছবি !
এই বাংলার মাটিতে হবেই একদিন
বিচার কড়া গন্ডায়, পালাতো পারবে ?
ছাত্র জনতার রোষে, গণমানুষের রোষে ?
তাদের এই অশ্লীলতা, বেহায়াপনার
জবাব দিবে সেদিন, বেশি দূর নয় ।
বাংলাদেশের উত্তর গগণে
আলো ছড়াবে নতুন সূর্যের
আলোকময় দূতি ছড়াবে তাঁরা
রাজাকার তকমা ধ্বনি তোলার
দাঁত ভাঙ্গা জবাব দিবে তাঁরা ।
অধিকার আদায়ের সংগ্রাম কে
নাচাৎ করার পাঁয়তারা করেছে
ওরা, অপমান করেছে ছাত্রদের ।
উত্তম মাধ্যম কোনদিন পাবে ।
অবশ্যই, এই বাংলার মাটিতে ।