একটি সবুজ শহীদের জন্যে মানুষ কিভাবে
যুদ্ধ করে লড়ে অকাতরে প্রাণ ঝরে দেয় ।
বুলেট গুলির সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে
পাহাড়ের মতো স্থির হৃদয়ে চিরতরে প্রস্তান করে ।
একটি সবুজ শহীদের জন্যে মানুষ কিভাবে
নিজের জীবন বাজি রাখে,মৃত্যু কে বরণ করে
হাসিমুখে ।
একটি সবুজ শহীদের জন্যে মানুষ কিভাবে কাঁধে কাঁধ রাখে, হাতে হাত রেখে শপথ করে :
"স্বৈরাচারীর স্থান হবে না কোনোদিন এই দেশে ।" একটি লাল বৃত্তের পরিধির আয়তন
মাপ ঝোপ করার জন্যে মানুষ এতদিনে
যে গল্প শুনেছে তার অস্তিত্বের লড়াইয়ে
আবার কোনোদিন, কোনো মাসে, বছরের
শেষ দিকে একটি স্নায়ু যুদ্ধ দেখবে
বাংলাদেশের মানুষ ।
একটি অপ্রতিম প্রতিরোধের
মুখে সীমানা সুরক্ষা নিয়ে
আবার হয়ত কোনো নতুন
করে চক্রান্ত শুরু হবে ।