সেই কবে থেকে একটি কবিতা লেখা হবে
জীবনের তিক্ত বেজায় কথা লেখা হবে
জীবনের গল্প , স্মৃতিগাঁথা লেখা হবে
কিন্তু লেখা তো আর হয়ে ওঠে না
খাতা হাতে মোর কলম যে চলে না
জমানো কষ্ট বৃথা ফিরে শূন্য হাতে
তবুও প্রাণের কথা বলব হে কবিতা,
নিরবে নিভৃতে শুধু তোমার সাথে ।
ফাগুন হাওয়া আর বর্ষা বিদায়ের দিনে
হৃদয়ের গোপন কথা ঝংকার তুলে মনে
তখন হৃদয় মন্দিরে কি প্রতিচ্ছবির গল্প
কবির ধ্যান হয়ে আসে আয়নার সামনে !
আর গল্পকারের হৃদয় হাসে অনুরণনে ।
আয়নার সামনে নিজেকে প্রশ্ন করি
কেমন দেখায় এই নিষ্ঠুর সময়ে !
কোনোদিন বায়োগ্রাফ লিখি নি
কোনো ঘটনাও ফ্রেমবন্দী করিনি ।
বইয়ের পাতায় পাতায় লিখে হব কবি
দুর্গম পথ চলা সহজ না জানি সবি
হৃদয় মন্দিরের চেয়ে বড় কাবা পাইনি
আমি সেই প্রেমের কবি খোঁজি
সালাম করি তারে-ই গুরু বুঝি ।
তারিখ : ২৭.০১.২০২২