একা পথ চলা শিখে গেছি,
জীবনের আয়ু শেষ হবার আগেই,
একা পথ চলা শিখে গেছি।
এই পথে চলতে লাগে ধৈর্য, নিরবতা,
লাগে না ক্ষমতার অপব্যবহার করার মানসিকতা,
ঘটে না ঝগড়া, মারামারি করার দুঃসাহসিকতা,
লাগে না শক্তির আলাদা ব্যবহার করার প্রবণতা।
সুপ্ত প্রতিভা গড়ে, নিজেই নিজের করে প্রতিযোগিতা।
ধরে না লেজুড় বৃত্তি, রাজনীতি, দলীয় কোন্দল, রেষারেষি,
নেই নেতামি, নেই কারো পক্ষ, নেই রাজনৈতিক তোষামোদি।
কারো সম্পদ কুক্ষিগত করার চিন্তা, ফাঁদ নেই মনে।
সাহসে কলম ধরে অবিচার রুখে চলে,
বুক ভরা স্বপ্ন বাস্তবতায় ধরে মেলে।
জীবনের কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে,
সগৌরবে দাঁড়াতে,
ঠিকই বলতে শুনেছেন,
একা পথ চলা শিখেছি,
একা পথ চলা শিখেছি বন্ধু ।
আপত্তি নেই, ঝড়ুক ছন্দজল বিন্দু ।