১.
চোখের জলে মনের কথা
মনের আগুনে চোখের ব্যাথা
সুখে দুখে রঙিন জীবন আঁকা
অযত্নে রাখা মন সহজে বাঁকা ।।
২.
কার চোখে কি ভালো লাগে
বুঝা যায় না খুব কভু সহজে
আমার চোখে লাগে যা ভালো
তোমার চোখে হয়ত তা কালো ।।
৩.
আমার সহজ মন
তুমি করে দিতে পার
ভষ্ম ছাই করায়ত্তে ।
তোমার কঠিন মন
কলমের ধারে কর
যাদু ছুঁই মগ্নত্বে ।