তোমাকে অভিবাদন, হে প্রিয়তম আমার  !
তোমাকে অভিনন্দন,মনের সকল দুয়ার খোলে ।
তোমাকে আজও ভুলিনি একাকিত্ব আর নির্জনতার মাঝে । তোমাকে আজও ভুলিনি অনেক দূরে থেকে।
  
তোমার ভালোবাসার সোহাগে
আমি ভাসাতে পারি তরী
ডুব ডুব জল  খেলা করে,
সাদা ফুলে, কালো যমুনার জলে ।
তোমার প্রেমানলে পুড়তে ও পারি ?
মরতে ও জানি হৃদপিণ্ড ছিড়ে ।
তোমার আগ্রহ  আমাকে ভাবিয়েছিল মনে ।
চলার পথে  হাটতে হাটতে, বহুদিন,বহুবছর ধরে ।

এই মনকে শিকলে বাঁধতে দেয়নি ।
পুড়ে যেতে আমার কোনো আপত্তি ছিল না ।
কারণ সোনা তো পুড়তে পুড়তেই খাঁটি হয় ।
শুনেছি তোমার নিরাপদ প্রাচীরের ভেতর
শোক গুলো হাসে আর দুঃখ গুলো বাঁধো,
লোহার শিকলে, গরম করা  দুধে  ।  
জমে ওঠেছিল মিহির  কাস্তে সবই ।

কিন্ত আজ কেন জানি সে ভালোবাসা,চড়াই উতরাই পেরিয়ে, ভালোবাসি হয়ে ওঠেনি ।
অধরা এই মন, কানে  ফিস ফিস
তাই বলে দিচ্ছে, দূরত্ব, তুই  কী সব,
ভুলে দিস মনে ?  এত কিছুর পরেও
ভাবাস,  আগের পীরিতির কথাও ।

মনের অজান্তে ভেসে আসে
ঘুম আসে না এই দুই চোখে
ঘুমাচ্ছলে । কত ছবি - প্রতিচ্ছবি
কালে ভ্রাদ্রে বসন্তে এখনো মনের
ভেতরে ঢুকে হাতছানি দিয়ে ডাকছে !

কত মানুষের জানা নামই আজ অজানা ।
এক একটি অনুপস্থিতি ভাবিয়ে তুলছে
কত মানুষের কথার ফুলঝরি  -
চলার পথে নানান  ছন্দে ।
কত ভালোবাসার পরিচয়, ঘটবে ,
ঘটে থাকবে স্মৃতির বইয়ে ।

মনের কণায় বরফের মতো জমে ।
কত রং মনের মাঝে লুকে প্রেমের ছবি আঁকবে।  দুঃখ,একাকিত্ব সব কিছু ছাপিয়ে
প্রেম নামক সোনার হরিণের অবশেষে জয় হবেই ।  

স্থান : ধারাবর্ষা চর ২১.০৯.২০২২