তোমার দু'চোখে আঁকা স্বপ্নে গড়িয়ে পড়ে স্মৃতি আঁকা ভালোবাসা  ।

দু'ঠুঁটের বাঁকা রত্নে ঝরিয়ে পড়ে  বৃষ্টি ফোটা   ভালোবাসা ।।