১০.
কালো রঙের ছোঁয়া
যদি সাদা মনে লাগে
সাদা মন তাতেই কি
কালো রং মাখে ?
সাদা রংয়ের মানুষগুলো
ভীষণ বড় একা
চাটুকারেরা দেয় যে তারে
কত রকম ধোঁকা ।
১১.
তোমার মাঝে খোঁজে পাই না আর
চাঁতক পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি ধ্যান
তোমার মাঝে খোঁজে পাই না আর
মিষ্টি সুরে কথা, ভালোবাসার ঘ্রাণ ।
যে বাজনা বাজাও তুমি মোর মনে
সে রকম কিছু কর কি অন্য মনে ?