কত আত্মার  জন্ম কথা লেখা হবে ?
আর কত আত্মার কান্নার কথা লেখা হবে ?
ইতি গড়া আর স্বপ্নের কথা লেখা হবে ?  
দায়িত্ববোধ, দায়বদ্ধতার কথা লেখা হবে?

কতটুকু নতুন শপথের কথা লেখা হবে ?  
কতটুকু সংশোধন আর বিয়োজন কথা লেখা হবে ?
ইতিহাস কি ইতিহাসের পিঠে বসে আছে ?
না নতুন করে পুনঃলিখন হবে - ছাত্র, কৃষক,
ভ্যান চালক, রাজনীতিবিদদের কথা ?  
নিথুর পঁচা দেহ গন্ধ ছড়িয়ে রচিত হবে কি ?  নতুনরূপে  রাষ্ট্র  কাঠামোর  ইতিহাস  ।

বিপ্লবী, সাহসী, সংগ্রামী কত  প্রাণ চলে গেছে  - শুধু  রেখে গেছে বেঁচে  থাকার অধিকার, সম্মান । হারাবে না তাঁরা সত্যি  সবার  হৃদয়ে  স্থান  ।
এই  বাংলার মাটি  হবে সত্যের জয়গান  ।  
আকাশে উঠবে নতুন করে হাজারো তারার  ।  
আবু সাইদ,মুগ্ধের  সহযাত্রী লক্ষ লক্ষ সন্তান ।