নিরব বাতাসে
সুরে বেসুরে
হৃদয় ভাঙ্গার ডাক
শুনেছেন কেউ ।
রাতের শেষে
মাদি ঘুঘুর ডাক
শুনেছেন কেউ ।
দু'জোড়া চোখে
ক্ষেতে আইলে
লাঙ্গল চালাতে
দেখেছেন কেউ ।
চাষ করা মনে
দুপুর মাঝে ছুঁটে
সন্ধ্যার আকাশ
দেখেছেন কেউ ।
শ্যাওলা জলে
নদীর দুখ কথা
স্রোতের ধারায়
শুনেছেন কেউ ।
কূপের ভেতরে
অস্বচ্ছ জলের
সমুচিত ধ্বনি
শুনেছেন কেউ ।
বাসর রাতের
চুরির শব্দ
শুনেছেন কেউ ।
হাড়ের কথা
মাটির ভেতর
শুনেছেন কেউ ।