৪.
আমার স্বপ্নের নাম রেখেছি অধরা
চোখের মাঝের কোণে যে গোঁ ধরা ।
৫.
ক্ষয়িষ্ণু মন বুঝে না
সহজে
পৃথিবীতে মূল্য নিরুপণে
মানুষে
আপন মানুষ খোঁজ পায় না
অনেকে
আপন করে মনের মতো পেতে
জীবনে ।
৬.
কত মেঘ জমলে মনে
মনে ঝড় বৃষ্টি নামে
কত জল গড়লে দিনে
রাতে রাখো মোরে মনে
হেলা আছে তোমার
ঐ দু'চোখের কোণে ।