বোরহানি হৃদয়ে লাগে প্রেমের
ছোঁযা
তালপাতা ছাউনির উপর লাগে
দোলা ।।
বাদামী বর্ণের আগমন পাখির
বার্তা
সবুজ ঘাসের বুক পাতায় লাগে
মায়া ।।
স্বচ্ছ জলে দিঘিরে মাছ ধরে
জায়া
উত্তরী চাদরে পরশ নিবদনে
ভায়া ।।
মৌমাছির গুঞ্জনী গানে চলে
আসর
নীল প্রজাতির রংমহল আঁকে
বাসর ।।
বৈসবী হাওয়ারে খাঁচ বন্দী করে
কুহর
শীতের আলিঙ্গনে প্রেমে ডাকে
চাদর ।।