চলছে অমর একুশের  গ্রন্থ  প্রদর্শনী মেলা
পাঠক, লেখকের এক মিলন আসর খেলা  
বিজ্ঞাপন ফাঁদে পড়ে  আসে আগন্তুক কিছু জন
বই হাতে সেলফি তুলা হয়েছে তাদের ফ্যাশন  ।