এক মানুষ কতটুকু দিতে পারে মেলিয়ে
দিতে চায় নিজেকে সাধ্যাতীত বিলিয়ে ।
কি বলি , একটি রঙ বদলের খেলায় !
সময়ের সুরে হতে পারে মিলন মেলায় ,
অপ্রতিরোধ্য রূপে দানবীয় চরিত্রের থাবায়
হয়ে উঠে স্বঘোষিত স্বাধীন বিশ্বাসী চেতনায় ।
সবই হয় যদি মনোহরী রূপ ছোঁয়ায় ,
প্রেমের যষ্টি কথা আর তার নিবেদন !
হবে কি তা গলে সহজে দিনক্ষণ ।
আগের মধুসূদন যুগ, করে না যত্ন ,
হাসো না , কাঁদো , সেথায় তার অন্বেষণ ।
ইতিখেলার ধ্বনির অবশ্য পূর্বশর্ত নেই ,
থাকে না ভরসার মাত্রা , ঠিক , বেঠিক সেই ।
একটি খালি পাত্র নদীর জলের সাথে
খেলা করে তেপান্তরে জীবনপাতে ।
নলকূপের পানির সাথে তার তুলনা করো ,
দেখো বিশুদ্ধ পানি আছে কি , পরীক্ষা করো
কোনটি হবে তোমার গ্রহণীয় পানীয় ,
কোনটি হবে জীবনের বিশুদ্ধ পানীয় ,
যথাসম্ভব এড়িয়ে গেলে ঠিক উত্তর
নেই , এই প্রশ্নের কে দিবে সদুত্তর ?