বিশ্ব তবে জাগবে কবে
মুসলিম উম্মাহ বুঝবে কবে ?
আজ বজ্র হানি হাঁকে কে
গলা খাঁকারি শোনাই কে
এই কথা বুঝবে কবে
মুসলমানেরা জাগবে কবে ?
ইসরায়েলি জোটে মার্কিনি নেতা
গোপন আঁতাত সবই চলে ।
এখন দেখি দিবালোকেই চুক্তি
চোরে চোরে মাছ তুতো ভাই
উল্টো সাওদার রাজত্বে
রূখবে কে, রূখবে কে ?
এই যুগল পীরিতির বাঁধ
শেষ পেরেক মারবে কে
কোনোদিন হয় ধ্বংস সে
মুসলমানের হুশ ফেরবে কবে ?
নতজানু নীতি রূখবে কবে ?
অথর্চ মাথা নোয়ায়ে চলে যারা
শান্তি, নিরাপত্তায় থাকে তারা
এই যদি হয় আজকের সভ্যতা
তবে মানুষ হবে সভ্য কবে ?
দেখো নরম স্বরে গরম কথায়
আজ নাচানাচি করে যারা
ক্ষমতা ,গদি হারায় তারা ।
হায় সভ্যতা বলি !
মানবতা আজ কোথায় যে ।
মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র রাষ্ট্র
ক্ষমতার লোভে ভিখারী সে ।
আগের ক্ষত যায়নি ভুলে
তাই বলে কি জাগবে না সে ?
কারণে, অকারণে যুদ্ধও বাঁধাও
নেতা তুমি খেল তামাশা দেখাও
বিজ্ঞ, জ্ঞানী কেউ বুঝে না ?
ওরা যে নারী লিপ্সু হায়েনা
কে বলেছে দখল নিতে
অন্যের জায়গায় বসতি স্থাপনে ?
ইতিহাস বলে জাওয়ানবাদী জনতা
যুদ্ধ সবাই চায় না তাঁরা
নেতার কথা লড়ছে যারা
যুদ্ধাপরাধী একদিন হবে তারা
ফিলিস্তিনি আম জনতার।
বিজয় হোক সুনিশ্চিত ।
ভেটো দিয়ে করে মানা
স্বাধীন ফিলিস্তিন চায় না তাঁরা
ঘিঁ মাখা গায়ে নুনের ছিট
বাক্য বানে ফন্দি ফিক
তলে তলে কর রে জাতাঁ
নিরাপত্তার অজুহাতে সাপা
শুনি গাজা ট্রাপ অভিযানে নাকি
সীমা লঙ্ঘন করেনি বিন্দু
মার্কিন নীতির সাফাই বিবেক
কোন সাহসে বলে এই কথা ?
জান্ত তাজা মৃত্যু দেখেও
গলে না মন, কাঁপেনা হৃদয়
তারাও আবার ক্যামনে শোনায়
গণতন্ত্রে-রি জয়ঢাক ।
হৃদয় মাঝে বাজেরে মাতম
মা হারানোর বেদনা রিন ।
একশত পয়তাল্লিশের স্বীকৃতি -
ফিলিস্তিন কি স্বাধীন আজ ?
জাতিসংঘের মৃত্যু হয়েছে
তুর্কি নেতা জানতে চায় ?