মিউ মিউ ডাক শুনি
বিড়াল ছুটে কার বাড়ি ?
মিষ্টি ডাকে মন জুড়ি
ওই ডাকে প্রাণ কাঁদি
বিড়াল তাই না মারি ।
নষ্ট খাবার সব বাসি
দুষ্ট লোকের বাড়ি ।

মিউ মিউ ডাক শুনি
বিড়াল মোরা ঘরে তুলি
ইঁদুর বংশ মিলে হটাই
ওৎ পাতা বিড়াল আনি ।

গেরস্থ বাড়ি উঠানা
বিড়াল থাক পাহারা
ক্ষেত জমি সুরক্ষা ।  

সময় আসে ধান কাটা
সইতে ফাঁদ ইঁদুর জ্বালা
বিড়াল ঘরে  সবাই  পুষি
নিরাপদ ফসলে ঘর ভরি ।