বিপ্লব মানে
আ'মূলী পরিবর্তন,সমাজ দেশের  সংস্কার
নিজ কর্মে অধিকতর জনসম্পৃক্ততার প্রমাণ ।
ন্যায় ভিত্তিক এক বৃহত্তর বন্ধু সমাজ বিনির্মাণ
অন্যায়,অসত্যের  বিরুদ্ধে সোচ্চার আহ্বান ।
শ্রমিক,দিনমজুর, কোটি বেকারের কর্মসংস্থান
কৃষকের মাথা ঘামা অর্থের রাষ্ট্রীয় সুষম বণ্টন ।

বিপ্লব মানে
রাজতন্ত্রের ধ্বংস সাধন , দখলদারত্বের নির্বাসন    
নেতা, নেতৃত্বের দলীয়কোন্দল সমূলে অবসান ।
এক কাতারে মিশে জনতার সংগ্রাম ।

বিপ্লব মানে  
দেশের সন্ত্রাসীদের উত্থান রুখে দাঁড়ানো  
শত্রু,শত্রুর খেলার বিরুদ্ধে আমরণ লড়াই ।
অপশক্তির কাছে মাথা নত না করা  
শেকড় সমূলে উৎপাটন, নতুন দেশ নির্মাণ ।

বিপ্লব মানে  
সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে - আমূল সংস্কার
সব কাজে -কর্মে  জলজ্যান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন ।
বিপ্লব মানে
বিপ্লবী হয়ে ওঠা, নতুন করে  সাড়া জাগানো
অবিপ্লবী রেজিমগুলো পুরাপুরি ধ্বংস সাধন ।  
রাষ্ট্রীয় লুটেরাদের বিচারের মুখেমুখি করা  
আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার দীপ্ত সংগ্রাম ।  

বিপ্লব মানে
স্বৈর মুখে লাগাম রশ্মি , স্বৈরশাসনের অবসান
স্বৈরাচারী দোসরদেরও পথে ঘাটে দাও নাকচুবান  
গণতন্ত্রের নতুনরূপ আনয়নে কর প্রতিজ্ঞ সংগ্রাম ।  

এই বিপ্লবে যে দিল প্রথমে প্রাণ  
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী
আবু সাঈদ তার নাম ।  
ওয়াসিম, ফারুক, ফয়সাল আরো যাঁরা
দিল জীবন দান  
আমরা তোমাদের ভুলব না  হে বীর জাতির সন্তান।

রক্তপদ্ম ফুটেছিল  ঢাকার রাজপথ ধরে  
প্রতিবাদের অগ্নি প্রসূতেরা শপথ করেছিল
বিদ্রোহী জনতা ফুঁসে উঠেছিল -
শহীদের রক্ত বৃথা যেতে দিব না  ।
হে আবু সাইদ , মুগ্ধরা ! তোমরা মৃত্যুর ভয় থেকে
আমাদের মুক্তি দিয়ে গেলে.,
দেশটা বন্দীশালা হয়ে গিয়েছিল  
সে কথা স্মরণ করে দিলে ।
অগণিত মানুষের  কথা আর প্রত্যাশা পূরণে,  
দীপ্ত অঙ্গিকার  নিয়ে  
জুলাই বিপ্লব তুমি এসেছিল জনবিস্ফোরণে  
এই বাংলার বুকে ।
প্রতিবাদের অগ্নি শিখা আর মরণ কে বরণ করে  । আগস্ট এলো,তুমি সব যাতনা ভুলে দিলে ।