স্বপ্নালু চোখ স্বপ্ন দ্যাখে কার্তিক হাওয়ায়
প্রিয়ার চোখ মুখ টলমল বসন্ত হাওয়ায়
এক হৃদ জানালা কপাট দুটো প্রাণ
চোখের ইশারায় মনের কথা বলছে ।
বিজয়ের কড়া নড়ছে মন দুয়ারে
ডিসেম্বর মাস এসেছে মোদের ঘরে ।
বিজয়ী বেসে বিজয়োল্লাসে হেসে
নতুন ভাবনা বার্তা সামনে রেখে ।
গাঢ় সবুজের লাল ম্যাপ হাতে
মাথা উঁচু করে দাঁড়িয়ে উড়ছে
রঙিন প্রচ্ছদে উঁচু পাহাড়ের মতো
কত দেশে, কত রাষ্ট্রে সভা সেমিনারে ।
নতুন হাসি, নতুন স্বপ্ন বুনছে
আজকের শিশু আগামীর জন্যে
দুবলা জারুলের পাতায় পাতায়
ঘাসফুল গুলো হাসে ওদের স্বপ্নে -
ওদের নতুন প্রেরণা, চেষ্টা উদ্যমে।
আর আমি সজল চোখে তাঁকিয়ে
বিজয়ী হন্যে যতফুল পাই
ভালোবাসায় চমু দেই
এই সময়ের সব দিনে ।
আর তুমি প্রিয় মোর
রক্ত মাখা হাতের দুঃখ
মোচন করে দাও ।