বিজয় মানে মুক্ত বিহঙ্গম
মুক্ত হওয়ার দেশ
বিজয় মানে স্বদেশী, নিজ ভাষায়
কথা বলার রেশ
বিজয় মানে খুশবু -আনন্দ
লাল সবুজের দেশ
বিজয় মানে কোকিল পাখির ডাকে
মুক্ত সুরে গান
বিজয় মানে স্বমানচিত্র ভূমি
সার্বভৌম দেশ
বিজয় মানে ঐক্য সবকিছুতে
স্বাধীনতার ডাক
বিজয় মানে ভ্রাতৃ বন্ধন গর্ব
সোনার বাংলাদেশ ।