বিচ্ছেদ হওয়া কখনো কি মধুর হতে পারে ?
অপর এক নাম হতে পারে কি ভালোবাসা ?
বিচ্ছেদের অর্থ কি স্বয়ং সম্পন্ন হয়ে উঠা ?
যদিও অপর নাম অন্যের প্রতি দুর্বল না হওয়া
তবুও বিচ্ছেদের অর্থ বুঝতে পারে মনে মনে
এক অনিবার্য সময়ে পাশে পায় না তারে যখনে
পুরনো সম্পর্কের অনুরণন আসে ঠিক তখনে ।