হে তরুণ প্রজন্মের এক একজন বীর যোদ্ধারা
আজ তোমরা নিজেদের মধ্যে দলাদলি ভুলে যাও

হিংসা বিদ্বেষ ভুলে এক কাতারে শামিল হও ।
জেনে থাকবে দলীয় কোন্দলে জড়িয়ে  ইতঃপূর্বে

অনেক দলের কার্যক্রম বিতর্কের জন্ম দিয়েছে ।
সামনের দিনগুলো এমনি করে কোনো অন্যায় দেখো

প্রতিবাদের বিদ্রোহী অগ্নিমশাল জ্বালিয়ে দিবে ।
আজ ক্লান্তিলগ্নে আলোকবর্তিকায় আবির্ভূত হয়েছ ।

তোমাদের কাছে দেশের প্রত্যাশা অনেক বেড়ে গেছে ।
যেমন ভূমিষ্ঠ সন্তানের কদর বেড়ে যায় মায়ের কাছে ।

হে মঞ্চে উপবিষ্ট
নেতা, শ্রোতামন্ডলী , তোমরা অনুমান করে থাকতে পার
আজ আমি  এই সময়ে
এক অনিবার্য  বিপ্লবের কথা বলতে এসেছি -

যে বিপ্লব সাধিত না হলে
কুকুরের মতো লেজ গুটিয়ে নিতো অনেকে ।

আজ আমি এই সময়ে
তোমাদেরকে সেই  বিপ্লবের কথা বলতে এসেছি -
যে বিপ্লবের  রাজসাক্ষী হতে পারি আমিও ।

যে বিপ্লব সাধিত না হলে  
পুষ্পকলি,পাখ পাখালি গাইত না কোনো  গান ।

যে বিপ্লব সাধিত না হলে
প্রস্ফুটিত হতো না কোনো গোলাপ, কৃষ্ণচূড়া ।

যে বিপ্লব সাধিত না হলে
প্রকাশ্য রচিত হতো না জয় বাংলার গান ।

যে বিপ্লব সাধিত না হলে
নতুন করে খোলতো না কোনো সম্ভাবনার দ্বার।

লাঙ্গলে জোয়ালে
কৃষক ফোলাত না কোনো নতুন শস্যদানাও  ।

যে বিপ্লব সাধিত না হলে
সমুদ্রে কোনো আসতো না জোয়ার ।

যে বিপ্লব সাধিত না হলে
স্বর্গের  কোকিলেরা আসতো না মর্ত্যে ।

পাপিষ্ঠ প্রেতাত্মা
বঙ্গোপসাগরে ভাসাতো না কোনো তরী ।

অভিশপ্ত  শয়তান
বিতাড়িত করে ডাকতো না সভাসদ ।

যে বিপ্লব সাধিত না হলে
রক্তপিপাসুদের হতো না কোনো সাজা ।

যে বিপ্লব সাধিত না  হলে
লুটেরাদের হতো না কোনো বিচার ।

যে বিপ্লব সাধিত না হলে
তরুণ তরুণীকে দিতে হতো না জীবন বলিদান।

যে বিপ্লব সাধিত না হলে
গুণী, শিল্পী, কবিদের থাকতো না কোনো মান ।

দেশের বাহিরে ও থাকতো না দেশপ্রেমিকদের দাম ।

যে বিপ্লব সাধিত না হলে
শোকের মাতমে প্রকম্পিত হতো না শস্য শ্যামল বাংলাদেশের কোনো স্থান ।

আমি তোমাদের সেই  
অনিবার্য সত্য  বিপ্লবের কথা বলতে এসেছি ।

যে মা তার সন্তানকে
মিছিলে নিয়ে যায় পুলিশ গুলিবর্ষণের পরেও

প্রতিদিনে ভোরের
কাগজে লাশের ছবি দেখেও মিছিল যেতে বলে  -

আমি সেসব মায়ের
প্রতি জানাই কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও  সম্মান ।

আমি তোমাদের  সেই
অনিবার্য সত্য  বিপ্লবের কথা বলতে এসেছি -

যে দিনগুলো ছিল  আন্দোলন  সংগ্রামে  ।  
দিনগুলো ছিল  বিরোচিত, মৃত্যু কে ভয় না করার ।  

আমি  তোমাদের সেই
দুঃখ ভারাক্রান্ত দিনগুলোর  কথা স্মরণ  করে চাই । যেদিনগুলো ছিল  
গণ হত্যা, ক্রসফায়ার, গুম খুনের রাজনীতির  ।

আমি  তোমাদের সেই  
কয়েদী, জেলবন্দী  জীবনের  কথা বলতে এসেছি  -

যে দিনগুলো ছিল
প্রতিটি মুহূর্ত চরম উত্তেজনা আর বিষাদের  ।

আমি  দেশবাসীকে
সচেতন থেকে জীবন বাঁচার কথা বলতে এসেছি  । অতীত দিনের কথা স্মরণ করে দিতে  চাই  ।

হে তরুণ প্রজন্মের বীর বাংলার যোদ্ধারা

তোমরা সৈনিক  ছিলে
বায়ান্নোর ভাষা আন্দোলন,  একাত্তরের মুক্তিযুদ্ধের  ।

তোমরা নব্বইয়েরি
গণ-অভ্যুত্থান, একবিংশ শতাব্দীর জুলাই বিপ্লবেরও বীর সৈনিক ।

দেশের বহিঃশত্রুর
আক্রমণ রুখে দাঁড়ানোর জন্য  প্রস্তুত থেকো  ।

দেশকে ভালোবেসে
ঐক্যবদ্ধ হয়ে, হাতে তোলে নিতে পার আবারো মরণ অস্ত্র  ।

আমি তোমাদের  সেই
অনিবার্য সত্য  বিপ্লবের কথা বলতে এসেছি   ।