বাবা মানে
হাড় ভাঙ্গা পরিশ্রমী এক সাহসী প্রাণ
মাথার ঘাম পায়ে ফেলা সুগন্ধি ঘ্রাণ ।
বাবা মানে
পাহাড় সম দায়িত্ব বহনকারী এক কুলির নাম
সংসার ঘানি টানা নির্ভরযোগ্য জোয়ালের নাম ।
বাবা মানে
নিরব কান্না মাখা গলায় দুঃখ সহ্যকারী
নিবেদিত কান্নাহীন হৃদয়ের অধিকারী ।
বাবে মানে
ভরসার জায়গা , নির্ভরতার এক নাম
আদর, স্নেহ, ভালোবাসা, প্রিয় এক নাম ।
বাবে মানে
নিস্বার্থ মনের কোনো ছবি আঁকা
সন্তানের নামের সাথে যুক্ত ডাকা ।
বাবে মানে
ছায়া শীতল দাঁড়িয়ে থাকা বট বৃক্ষের ছায়া
শক্তি, সাহস, অনুপ্রেরণা জুগানো এক মায়া ।
বাবে মানে
সহনশীল, সময়নিষ্ঠ ,অক্লান্ত পরিশ্রমী
সন্তানের কাজে কর্মে তৎপর মনোযোগী ।
বাবে মানে
প্রশংসা, উৎসাহ, প্রেরণা সৃষ্টি কারী
সন্তানের ভবিষ্যৎ ভাবা অর্থ যোগানকারী ।
বাবে মানে
নিরাপত্তা প্রদানকারী, আত্মবিশ্বাসী
লুকানো, অতুলনীয় কাব্যিক মনস্বী ।
বাবে মানে
হৃদয়ে ঝংকার তোলানো,স্পন্দন বাড়ানো, ভালোবাসারি দান
উত্তারিধার সূত্রে রক্তে রক্তে লাগানো সম্পর্কেরি এক সুন্দর আলিঙ্গন ।
বাবে মানে
পৃথিবীর বুকে বুক পেতে রাখা আশ্রয়ের এক নাম
দুই অক্ষরে বিন্যাস্ত, কি সুন্দর অপরূপ এক নাম ।