আমি আমার  ভালোবাসার  বিশ্রাম চাই  
যে ভালোবাসা আমায় সব সময় হারায় ।
সে ভালোবাসার বিশ্রাম চাই, রাখতে চাই
মানুষ জন্মগতভাবে যা ভালোবাসে তাই ।
একটা সময়- কালের অতিথি  হতে চাই  
দুরাশা ঘুচে আশার আলোর সন্ধান চাই ।

মুখ বন্ধ করে এতদিন শুনে সহ্য করেছি
বেসেছি খুব গভীর ,ভালোবাসা জেনেছি ।
দিনশেষে চেয়েছি শান্তি ,পেয়েছি অশান্তি
এড়াতে পারিনি ,সমাধান শুধু মোর ক্লান্তি ।

তাই আজ সে ভালোবাসার বিশ্রাম চাই
যে ভালোবাসা সুন্দর রূপ নষ্ট করে হাই  
জীবন সংশয়, বিচ্যুতির সৃষ্টির মূল ভাই  ।
আমি আত্মা উপলব্ধির ভালোবাসা চাই ।

জীবন থেকে চরম শিক্ষা নিয়েছি ভাই
তাই আত্মা উপলব্ধির ভালোবাসা চাই ।