আমি কবি নই
লেখকও নই
নই তোমাদের মতো গুণী কেউ
মোর লেখা পড়বে না কেউ
সুরের মূর্ছনায় ঘি ঢালা নাই আমার লেখায় ।
অক্ষর জ্ঞানও ভালো নাই আমার কোথায় ।
তবে দু' এক চরণে মনের কথা লিখি হাই
নানা কবির দাপটে লেখায় হারিয়ে যাই
তাদের মতো গুণী কবি নই আমি ভাই ।
কবিতার আসরে বেসুরো রং মাখি
হিজিবিজি কথা লিখি ,যতছবি আঁকি ।
সাহিত্য আসরে দু এক কথা রাখি
সে কথা কি গভীর জীবন রয় বাকি ?
আমি কবি নই
লেখকও নই
পাঠকের ঘুম ভেঙে দিতে মেঘমালা করি না সৃষ্টি
রচি জীবনবোধের কথা ,নেই হাসি তামশার দৃষ্টি ।
কর্তার কথায় স্মরণ যত সৃষ্টি জগৎ প্রকৃতি
রচনা করি তার-ই নামে তত সব স্তুতি ।
চর্যাপদের চন্ডাল, চামারদের কথা লিখি
মানুষে মানুষে ভেদ ভুলে মানুষ হতে শিখি
তাদের জীবন হেলা খেলা নয় তো মিকি ।
ডাল ভাত খায়, মদ বানায় যারা নিত্য
দুঃখ কষ্ট তাদের জীবন মানবেতর চিত্য ।
রস কষহীন জীবন পেয়েও থাকে তুষ্ট
নানা রোগে মারা যান,হোক না তারা কুষ্ঠ ।
আমি কবি নই
লেখক ও নই
দুয়ারে দুবেলা ভাতের দেশায়
রোজ দুমুঠো ভাতের নেশায়
রেল স্টেশন, বস্তি পাড়া
হাউমাউখাউ করা সাড়া
কাঁদে অসহায় এতিম
কাঁদে বস্তুহীন মতিম
এভাবে কত প্রাণ স্পন্দন হারায়
ফুরিয়ে যাচ্ছে সুদিন না মারায় ।
কেউ হাসে
কেউ ফাসে
দুই দিনের এই দুনিয়ার মোহ ছাড়ি ভাই
মারা গেলে যেন কবরে সুখের জীবন পাই ।
তাই আমি ভাবি মানুষের দাম, মূল্যবান মাথা
এতসব তুচ্ছ সবে, দরকার সঠিক জীবনগাঁথা ।
এই পৃথিবীর কার না চোখে জল আসে
মরণ যন্ত্রণার কথা শুনিনি এই নিবাসে ।
তাই আমার চোখে জল করে ছলমল
যাদের জীবন দেখি সব সময় মখমল।
বিবেকের প্রশ্নে,মানবতার জয়ধ্যানে
সুখে দুখে আনন্দের জীবন রূপায়ণে
তাদের কথা কলমে কাগজে সাঙ্গ করি ।
আমি কবি নই
লেখক ও নই
কবিতার সুরে বেসুরে যত রং মাখি
হিজিবিজি কথা লিখি, ছবি আঁকি।