এই বাংলাদেশ আমি চাই নি
একটি ঐতিহাসিক, সত্য
বিপ্লব সংঘটিত হয়ে গেছে ।
দেশে বিপ্লবী সরকারের পথে
অন্তরায় করেছে যারা
আমি তাদের ঘৃণা করি ।
সাংবিধানিক সংকটের কথা বলে জাতীয়
ঐক্য নষ্ট করার পায়তারা করে যারা
আমি তাদের ঘৃণা করি ।
রাজনৈতিক তোষামোদ করে পুরস্কৃত হয়েছে
যে সব কবি, লেখক, গুণী সাহিত্যিক
আমি তাদের ঘৃণা করি ।
আমি তাদের কবিতা পড়ি না
কবিতা তাদের আবৃত্তি শুনি না ।
যে সব কবিতা শুনে বিগত দিনে মানুষ
ঘুমিয়ে পড়েছে ,অন্যায়ের কাছে আপোষ করেছে
আমি সেসব কবিদের কবিতা ঘৃণা করি ।
বিচারের আশায় কোর্টে হন্য হয়ে ঘুরে ফিরে
মামলা করার টাকা নেই, কারো কারো হাতে
ক্ষমতা,শক্তিবলে যারা অধিকার হরণ করে
তারা নির্দিধায় মামলা করে, তাদের পিছু কিছু হলে ।
ঐ সব মানুষ আমি ঘৃণা করি
এই বাংলাদেশ আমি চাই নি ।
তাদের জন্যে আমি কবিতা লিখি না
তাদের জন্যে আমি কবিতা আবৃত্তি করি না ।
এখনো নির্লজ্জের ন্যায় যে কবি
ফাসিস্টের দালালি করে কবিতা লিখে
সেই কবি কে আমি ঘৃণা করি ।
যে সাংবাদিক এখনো নির্লজ্জের মতো
ফাসিস্ট প্রেতাত্মার নুন ভাত খাবারের
কথা ভুলে যায় নি, আমি সেই রাজনৈতিক
সুবিধাবাদী সাংবাদিক কে ঘৃণা করি ।
রাজনৈতিক সুবিধা পেয়ে ভল্ট পাল্টে
দল বদলাতে পারে সহজে যেসব নেতা
আমি তাদের ঘৃণা করি ।
প্রতিহিংসার বশবর্তী যেই বা যারা
মানুষের সম্পদ লুটপাট করে খায়
আমি তাদের ঘৃণা করি ।
দেশের মানুষের গায়ের ঘামের
টাকা যারা বিদেশে পাচার করে
আমি তাদের ঘৃণা করি ।
সন্ত্রাসী কোনো দল নেই
কোনো আদর্শ নেই
কোনো পরিচয় নেই ।
সে কোন দলের হোক
কোন মতের হোক
আমি তাকে ঘৃণা করি ।