আমি আমারে চিনেছি ভাই
দুর্গম গিরি সিন্ধু পেরিয়ে ,
মনের অজানা খুঁজিতে গিয়ে ।

আমি আমারে  যে খোঁজে পাই  
মোর আবিষ্কার পথে হেঁটে
পৃথিবীর ঐ চোখে জড়িয়ে  ।

আমি আমারে চিনেছি ভাই
এই সৃষ্টি জগত দেখিয়ে  ,
বৃক্ষ -ফলাদির স্বাদ পেয়ে ,
দিয়েছ মোদের সব ভরিয়ে ।