আমার স্বপ্নেরা খেলা করে রোজ প্রতিদিন
মস্তিষ্কের স্নায়ুকোষে জমা হয়ে
ধ্বনি, শব্দ হয়ে উত্তপ্ত করে
নরম গরম স্বরে কান্না করে
বাক্যনির্মাণে বায়না করে ।
আমার স্বপ্নেরা খেলা করে রোজ প্রতিদিন
রাতে ঘুম ভেঙে দিন শুরুর কল্পনা করে
এত সময় কি করবে ভাবে মনে মনে । . …..