একটি  আকাঙ্ক্ষা ,প্রত্যাশা বাস্তবায়নের জন্যে
মানুষ মনের ভেতর অগণিত স্বপ্ন জিয়ে রাখে
রাতের পর রাত নির্ঘাত, ঘুমহীন
পার করে দিতে পারে সময়
শব্দহীন, নিসঙ্গ, নিরব থেকে
মনে প্রতিজ্ঞা রেখে চলতে পারে
মাসের পর মাস,বছরের পর বছর।

একটি আকাঙ্ক্ষা, প্রত্যাশা বাস্তবায়নের জন্যে
মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে
দিনশেষে ঘুমের ঘরে বালিশে
মুখ রেখেও ঘুমাতে পারে না।
তার স্বপ্নগুলো তাকে
ঘুমাতে দেয় না। জীবন্ত হরিণের মতো
ছুটে চলে তার চেতনারশ্মি
মস্তিষ্কের স্নায়ুগুলোর ভাবনা ।

একটি সফলতার জন্যে মানুষ
আরাম আয়েস ভুলে যেতে পারে  
গতিশীল নদীর মতো
দিক বিদিক ছুটে চলতে পারে  
জীবন মোহনায় মিলিত হয়ে
উঁচু পাহাড়ের ন্যায় ডানা উড়াতে পারে  
স্থির হবার কোনো প্রত্যাশায়  ।

একটি সফলতার জন্যে মানুষ
প্রতিবাদী, সংগ্রামী হয়ে উঠে
অসময়ের জন্য ফেলে রাখে না
ছোট, তুচ্ছ ভেবে কোনো কাজ ।

একটি সফলতার জন্যে মানুষ
ছোট বড় ভুল থেকে
শিক্ষা নিয়ে জীবনকে
নতুনভাবে আবিষ্কার করে।
আর সেই আবিষ্কার মুখে
মানুষ এই পৃথিবীতে টিকে আছে ।

একটি সফলতার জন্যে মানুষ
চিবিয়ে খাইতে পারে
হাজার বছরের লেখা ইতিহাস
সভ্যতার কোনো বই ।