পুরাতন ধাঁচে ছন্দ লিখে
আজ হতে চায় যারা ছন্দকার
নিত্য কালের ছন্দও শিখা
কাজে লাগে না যে কোনো তার
কি বলিব ভাই মনের কথা  
বলিতে চাইছি না যে আর
এই নিয়ে এই কাব্য অঙ্গনে
চলছে তর্ক, মহা হট্টগোল ।