আমি তোমারেই চাই, তোমারে চাই
হৃদ মাঝারে আমি তোমারেই চাই ।
কত গোলাপের মাঝে আমি শুধু
তোমার  সিগ্ধ -গন্ধ খোঁজে পাই
চুরি করেছ তুমি দেহ মন তাই
আজ আমি শুধু তোমারেই চাই ।

নতুন দিগন্তময় সূর্যের আয়নায়
ছড়িয়ে আছে ,থাক মোর ভাবনায়  
তোমার শুভ্র আবীর রাঙা-ফরসা ।
মৃদু উষ্ণ,  শিতল  হাওয়ার  বরষা ,
ঐ চোখের ভাষায় , মনের আঙিনায় ।
খুঁজে যেন পাই তোমারে আজন্ম কাল
আমি শুধু তোমারে চাই , তোমারে পাই  ।