ভোর হলেই ঝুড়ি পিঠে ছুটি চা বাগানে
শ্রমটাও দেই সকল শ্রমিকের ন্যায়
যুগে যুগে সবার শ্রমের মূল্য বাড়ে সময়ের তালে
আমরাও শ্রমিক তবে আমাদের টা কেন নয়?
আমরাও শ্রমিক নইকো দাস-দাসী
১২০ টাকায় বল কেমনে জীবন চলে
মালিক মহাজন ফুলে ফেপে হয়েছে বিশাল
কষ্ট নেইকো সেথায় যেতে চাই ন্যায্য শ্রমের তালে
সোনার বাংলা আমার থাকবে কেন বৃটিশ যাতাকলে
দাসের ন্যায় পাতার আড়ালে মুখ কত লুকাবো
জঠরের খিদে খাচ্ছে স্বাদের শরীরটাকে
নাপার ম্যাপে একি হাল মরছি চিকিৎসার অভাবে...
সভ্য দেশের কোনে জ্বলছি কি দারুন রোদের দহনে
সুশীল মানবতাবাদীরা অন্ধ কেন এ বেলায়
তোমরাও মানুষ আমরাও মানুষ
তবে কেন তোমাদের নীতির কাছে জীবন অসহায়...
যুগের এ নিদারুন যাতাকল থেকে চাই মুক্তি
সময়ের সাথে চাই শ্রমের ন্যায্য পারিশ্রমিক
হে মালিক মহাজন! হে দেশের বিবেক সমাজ
আমরা স্রষ্টার সৃষ্টি মানুষ “আমরা চা শ্রমিক”....!!!