পিচঢালা এই কালো পথে
ব্যস্ততায় নিধারুন ছুটে চলা
কেউ ছুটে স্বপ্ন নিয়ে, কেউবা বাস্তবায়নে
ছুটছে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে
জীবন সংগ্রামের
অন্তহীন এই ছুটে চলার শেষ কোথায়...!!

ক্ষুধাতুর করুন যন্ত্রণা মুক্তি লক্ষ্যে
অজানা অচেনা পথে
গ্রামের মানুষ ছুটছে শহরে
মেধাবীর মেধা বিকাশে
ছুটছে অজপাড়াগাঁ ছেড়ে নগরের স্কুলে
কি ভীষণ ছুটে চলার প্রতিযোগিতা..!!

অনেকেই ভাগ্য-উন্নয়নে
ছুটে চলছে সু-দূর প্রবাসে
যেখানে রয়েছে ভীতিকর সংকা
ক্লান্তি শেষে কেউবা আবার
স্বজন প্রিয়জন নিয়ে
ছুটে চলছে প্রমোদ ভ্রমণে ভীনদেশে..!!

স্বদেশেই বারক্লাশ পড়ুয়া যুবক
ইন্টারভিউ যাতাকলে পিষ্ট
তবুও ছুটছে আরেক ইন্টারভিউতে
কেউবা অধিকার বঞ্চিত হয়ে
অধিকার আদায়ে
ছুটছে কালোকোটের ভেড়াজালে...!!


ছুটে চলার এই পথ
নয়তো মসৃন নয়তো কোমল
এত জীবন সংগ্রামের ছুটে চলা..
কেউবা ছুটে চলতে চলতে
ক্লান্ত শরীরে পড়েছে নুয়ে
তবুও থামতেই গেছে ভুলে....!!!!