ক্ষুদার জ্বালা নিয়ে করিয়াছো কখনো খাদ্য দান
দেখিয়াছো মানবের মাঝে জীর্নশীর্ন আহবান
অসুস্থ রোগীকে আরোগ্য লাভে করিয়াছো সেবা শুশ্রূষা
বুঝিয়াছ কখনো আরোগ্য লাভের পর তাহার মনের ভাষা
সুঠাম হ্যান্ডসামে করুন মিনতি ছিল যখন পকেট ফাকা
অর্থঋনে হাতটি বাড়াইয়া ছিলে আপন মনে শুধু তুমি একা
অবস্থার পরিবর্তন হইয়াছে যখন ছিলে তুমি তাহার পাশে
সেই সময়কার বর্ননা দিতে পারিয়াছ কি তুমি খুব হেসে
১২ক্লাস পড়ুয়া বেকারে করিয়াছ কখনো কর্মের যোগান
বুক ফুলিয়ে বলিয়াছো আমার উছিলায় তোমার অবস্থান
নাকি স্বার্থপরের খোসমেজাজ দেখিয়া হইয়াছো খুব হতবাক
নাকি হৃদয় কেদেছে নিরবে দেখেছে অমানুষের ঘূর্ণিপাক
টাকার অভাবে হয় না বিয়ে দেখিয়াছো এমন মেয়ের রুপ
বিনিদ্র রজনী কাটাইয়াছো সু-পাত্র তুলে থাকিয়াছ নিশ্চুপ
তব হিয়ার মাঝে লুকাইয়া রাখিয়াছো অতৃপ্ত কিছু সুখ
যদিও কখনো তব দ্বারা সুখী ফিরাইয়া নিয়াছে মুখ.......!!