ছাড়ছে ঘর রাত্রিনিশি নানান অজুহাতে
তোমার সন্তান কোথায়?মিসছে কার সাথে
ব্যস্ততার যাতাকলে নেওয়া হচ্ছে না খবর
পরিবারের দায়-দায়িত্বে তুমি বড়ই যাযাবর..!
মিথ্যে বলছে দরদ মেখে দেওনি তাতে কান
বেখায়ালে বেপরোয়া চলছে তোমার সন্তান
মানুষ হওয়ার তরে,তোমার অগোচরে যাচ্ছে যে বকে
লঘুকান্ডে হয়নি কর্নপাত,দিয়েছো আদর মেখে..!
অজ্ঞাতস্থানে বেহায়াপনায় মাতছে নিয়মিত
হারিয়েছে সন্তান তোমার মান সম্ভ্রম ইজ্জত
অবাধ স্বাধীনতায় দিনকেদিন বাড়ছে উন্মাদনা
লাগাম টানতে চাইলে তুমি, হয়তো সুযোগ পাবে না...!
আবদার পুরনে নিজেকে ধন্য ভেবেছ তুমি
যোগ্য অভিবাবক হয়েছ কিনা, তা ভেবে দেখোনি
নিজেকে মুসলিম বলে দাবি করে,উচ্চ কর শির
ধর্মের দোহাই দিয়ে ধর্মের পাজরে মেরেছ তীর..!
চরম বেহায়াপনায় হারিয়েছে ধর্মের সকল রীতি
সন্তানকে করতে পারনি সঠিক পথের সারথী
এখনো আছে সময় অভিবাবক!হও তুমি সজাগ
পরম বন্ধু হও সন্তানের-সময় দাও ফেলে কিছু কাজ..!!