ও জননী মমতাময়ী
ভক্তি সকল ধর্মে
এই না ধরা বিমোহিত
মাগো তোমার কর্মে....!!
তুমি শ্রেষ্ঠ বলছে মাগো
বিচার দিনের স্বামী
তোমার তুলনা হয় না কোথাও
তোমার তুলনা তুমি......!!!

নিজে ডুবে মাগো তুমি
ভাসিয়ে রাখো আমাদের বসুন্ধরা
তোমার কষ্ট বুঝবে বল কে মা
বল মাগো তুমি ছাড়া..!
কোন মাটিতে তৈরি মা তুমি
জানে ঐ না  অন্তরযামী..….!!!

শ্রেষ্ঠ মানব মোহাম্মদে
করছে ঘোষণা
তোমার চরন তলে রয়েছে মা
আমাদের বেহেস্তখানা...!
এই জগতের সব বিসর্জনে
ঋন শুধিতে পারব কি আমি....?

সামান্য শ্রমে প্রচুর ঘেমে আমি
মাগো হয়ে যাই ক্লান্ত
ফজর শেষে শুরু তোমার
দেখেনি কখনো ক্ষ্যান্ত...!
তোমার হাতে মোনাজোতে
হয় প্রার্থনায় মুক্তিকামী...!!