ছোট্ট ছেলে সবুজ-নয়তো কিন্তু অতটাও অবুঝ
আড্ডাতে নয় নিরব নিভৃতে রাখে নিজেকে নিখোঁজ
বালিশে মাথায় ফেসবুক স্বাধীনতায় অনেক কিছু লেখে
পরিবার সমাজ নেয়নি আমলে লঘুকান্ড দেখেনা চোখে...!
ইদানীং আল্লাহর অস্তিত্ব নিয়ে করে নানা রকম রঙ
ফেসবুকের কল্যাণে সমাজ গন্ডি ছাড়িয়ে আজপুরো বঙ
নবী রাসুলে ওয়াজ মাহফিলেও গা জ্বালাপোড়া ভীষণ
জানল মা-বাবা মুসলিম হয়ে করছো কেন পাপে অবগাহন?
শাসন বারন মেনে কিছুদিন করে খুব ভাল কর্ম
হঠাৎ লেখে মানি না আমি আর ছাগল পালনকারীর ধর্ম
সমাজ প্রতিনিধি দেখলো না ক্ষতি তরুনরা উঠলো জেগে
চারিদিকে প্রতিবাদের ধ্বনি ভীষণভাবে আছে সকলে রেগে।
হতে হবে সমাজবিতারিত ধর্মের বিধানে হবে নিষিদ্ধ
সমাজ নাস্তিকেরা অবুঝ উস্কানিতে করছে যে প্রলুব্ধ
আমার আল্লাহ নিয়ে মজা করার দুঃসাহস পেল কই
আলেম সচেতন মুসলমান দাবি করাদের বক্তব্য কই?