মধ্যবিত্ত..........
জীবনের হরেক রুপের একটি
যেখানে সুখের চেয়ে
দুঃখটা যাতায় পিষ্ট হয় বেশি
হয় সুখ-দুঃখের দুঃসহ বিচ্ছেদ...
থাকে না পাওয়ার শত অভিযোগ...!!

        স্বপ্ন দেখা হয় নিশির নিরালায়
        দিনের আলোয়....
        স্বপ্নগুলো হয় নির্মম আত্নঘাতী
       পদে পদে হয় টিকে থাকার লড়াই
        মনুষ্যত্ব আর মানবতার মানদণ্ডে
        জীবন শ্রেনীবিন্যাস হয় অপরাধী

সাধ্য আর স্বাদের...
মিলন দেখা খুব বিরল
অবস্থান দেয় না নামতে নিচুতে
স্ব-অবস্থানে টিকে থাকা দুস্কর..
না খেয়ে থাকা যায়
নির্লজ্জ নিচুর চেয়ে মরন শ্রেয়
মধ্যবিত্তের ইগো....!!

          কষ্টকে বরন করতে হয় হাসির ছলে
          জীবন চাহিদার হয় নিরব দংশন
          অসহ্য জ্বালায় বুক ফাটে
          চোখের জল হয় কৃপন
          থাকে শান্তনার...
          অমর বানী মধ্যবিত্ত...!