আমার আকাশে চন্দ্র হতে বলবো না তোমায়
বলবো না তারা হয়ে আলো ছড়াও আমার ধরায়
আমার ভুবন ছেড়ে যেতে যদি তোমার মন চায়
তবে চলে যাও ভাববো না মুহূর্ত সময় বলবো নিরদ্বিধায়

মন কাননে ফুল হয়ে ফুটো তবুও সৌরভ চাইব না
কাটা হয়ে চাইনা তোমার মনে হতে অসহ্য যন্ত্রণা
তোমার ফুলে পড়ব না মালা রাখবো না ফুলদানিতে
তোমার সৌরভ গৌরবে যদি পড়তে চাও অন্যর গলেতে..

সুখের রাজ্যে হয় যদি তোমার নিত্যদিনের বসবাস
দুঃখের সাগরে ভাসবো তবু্ও সেথায় থাকবে না প্রয়াস
অযত্ন অবহেলায় মেটে যদি তোমার মনের যত স্বাদ
তোমার হৃদয় ছোয়া ভালবাসা পেতে হইব না উন্মাদ

আমার ব্যস্ততায় থাকবে তুমি তোমার শহরে আমি অবসর
তোমার স্বার্থ রক্ষায় হবোনা কোনদিন আমি স্বার্থপর
আমায় নিয়ে ভাবোনা তুমি নেও না নিয়মিত খোঁজ
করবো না খুব বিরক্ত ভাববো তুমি হয়ে গেছ নিখোঁজ

গল্পে তোমার নাই বা রাখলে নাইবা দিলে মধুর সংলাপ
নাইবা হলাম তোমার কবিতার ছন্দের ফুটন্ত গোলাপ
আমার কাছে আসতে আমায় ভালবাসতে-কেন এত সংশয়
ভালোবেসে ভুল করেছ কখনো মনে হয়,মেনে নেব পরাজয়