একটা দমকা হাওয়ায় থমকে গেল জীবন
ধুসর নিভৃত কোলাহলের মিছিলে
মনুষ্যত্বের মানদণ্ডে
একবুক ভালবাসার নিরব অবসান...!

        শিশির স্নাত দূর্বাঘাসে মিশে গেছে
        কুয়াশাজড়ানো ভোরে
        আহত অভিমানের অসার ডানা
        মৃতনদীর স্রোতে ভেসে গেল বহুদুর...!

মনের মনিকোঠায় বাধানো
অসার ফ্রেমের আকা ছবি মুছেনা কিছুতেই
নদীর নোংরা জলে
মনের উদ্ভাসিত রং মুছে যাচ্ছে ধীরে ধীরে...!


         হৃদয়ের রংতুলি নিস্তব্ধতায় হয়ে গেছে ভোতা
         হাজারো স্বপ্ন করছে নিরব ক্রন্দন
         ভালোবাসার রঙে রাঙিয়ে,
         আর পথ চলতে পারছে না কিছুতেই...!

বেসামাল সুরে ছন্দহারা কন্ঠে
বারংবার খেয়ে যাচ্ছি হোছট
মিষ্টিসুরের শত প্রতিশ্রুতি
আজ আর নেই
আছে মিথ্যে জরাজীর্ণ হতাশার আর্তনাত..!