বছর খানেক হয় অংকিতার ভালবাসার বিয়ে
চলছিল খুব টানাপোড়নে...
স্বামীটা খুব স্মার্ট এবং শিক্ষিত
নিচু মানের কাজে বেশ লজ্জ্বাও বটে
দিনকে দিন হা-হুতাশ লেগেই আছে..!!
কি করা খুব সমীচীন? বুঝে উঠতেই পারছে না..

শুভাকাঙ্ক্ষীরা খুব বেশি কাছে চাপে না
লজ্জায় কারও কাছে যেতেও পারছে না
কত রজনী যে বিনিদ্র কাটছে ভাবনায়
অবশেষে....!প্রবাসের চিন্তা...!
কিন্তু অত টাকা কিভাবে/কোথায় পাবে?
নির্ভরতার প্রতিক হলো অংকিতা
যেভাবেই হোক টাকার ব্যবস্থা করব
এভাবে আর কত দিন?

সভ্য অসভ্য অনেকের কাছে যেতে হয়েছে
হয়েছে অনেক প্রতিশ্রুতির বিনিময়  
অনেকের পশুত্ব দেখেছে সম্মুখে
অনেক ঝড়-ঝঞ্ঝার পর স্বামী আজ প্রবাসী
দুঃখ হবে শেষ....? ভেবেছে হয়তো..!!

তিন মাস পেরিয়ে......
এখনো হলো না টাকার মুখ দেখা...
পাওনাদার কিন্তু নিয়মিত দরজা মারিয়ে যাচ্ছে
মিথ্যে বলাটা হয়েছে স্বভাবে পরিনত
এর মাঝে কেউ বা সব দায়িত্বের প্রস্তাব দিচ্ছে
হাপিয়ে উঠছে অংকিতা
পারছে না কিছুতেই...!

হটাৎ খুব সকালে...
জোবায়ের হাজির টাকা নিয়ে
তুমি যদি চাও দেব আরও..?
কিন্তু আমার চাওয়া তোমাকে
অংকিতা বিস্মিত এটা হয় কেমন করে..?
আমি অভাবী কিন্তু পতিতা না?
আপনি আর কখনো আসবেন না....

জোয়াবের যাওয়ার পর
তিন পাওনাদারের আগমন
আর দেবে না কিছুতেই সময়
সে কি অকথ্য বকুনি...
কোন কুল পাচ্ছে অংকিতা আর
সন্ধ্যা গড়িয়ে..রাত যেন শেষ আর হচ্ছে না

খুব ভোরে অংকিতা...জোবায়ের দরজায়
টাকাটা আমার খুব দরকার..?
নিচুস্বরে সব প্রস্তাবের সম্মতিতে চলে আসলো
শুরু হল ঘৃনিত অধ্যায়
ইচ্ছা অনিচ্ছায়....
আজ কোন কিছুতেই অংকিতার নেই অসম্মতি..

দিনকে দিন জোবায়ের যেন পাগল প্রায়
অংকিতাময় যেন জীবন
সমাজ নমাজ করছে না তোয়াক্কা
হটাৎ অংকিতার স্বামী চলে আসে
শুরু হয় ঝামেলা....
নানান জনে শুনছে নানা কাহিনি
স্বামী বেচারা খুব বিস্মিত..!!!
অংকিতার আচরণ আর আগের মত নেই..!!

এদিকে কিছুতেই বারন মানছে না জোবায়ের
অংকিতার জীবন যন্ত্রণাময়
স্বামী আর প্রেমিক
কাকে নিবে..কার কাছে যাবে?
এই সমাজের কাছে আজ হয়েছে নষ্টা..!
অভাব সমাজ কি দিল?
স্বামী তার সঠিক দায়িত্ব পালন করলো?
নাকি অংকিতাই খারাপ...?
নষ্ট ভ্রষ্ট বেচে থেকে কি হবে....???

স্বামীর সাথে মাপ চেয়ে ঘুমিয়ে পড়ে...
পরের সকাল টা আর হল অংকিতার
সবাইকে সুখে রেখে চলে গেল অংকিতা
আমাদের থেকে অনেক দূরে...!!!