এই সমাজটা নিয়ে ভাবতে হবে
খুব জোড়ালো বক্তৃতাতে শুনি
মঞ্চ থেকে নেমে আবার তারাই রচে
সমাজ ধ্বংসের কল্প-কাহিনি...

কথার বেলায় ভদ্র শান্ত মস্ত পটু
কাজের বেলায় পুরোটাই যে ফাকি
জুব্বা পড়ে সাজেন পুরাই হাজী
মনের বাসনা রাখে-মনের ভেতর আঁকি...

কাকে খাবে চুষে-কাকে খাবে গিলে
আর রাখবে কাকে যাঁতাকলে
ফজর শেষে দিলে কষে হাটেন কিছু
মাথা থেকে শয়তান নামান পদতলে...

ভাইয়ে ভাইয়ে রাখে বিবাধ বাধিয়ে
মাঝে মাঝে হয় যে রক্তারক্তি
আপন মাঝে রেশ ডুকিয়ে ফুস-ফুসিয়ে
কেড়ে নেয় যে শেষে শ্রদ্ধা ভক্তি

জমি-জমায় নিন্তাতই বড়ই লোভী
দখলে আঁকে নানা রকম ফন্দি
নিজ স্বার্থে ভীষণ কঠিন তেজস্ক্রিয়
করে না কোন কারও সাথে সন্ধি...

টাকা দিয়ে যদি কখনো কোনদিনও
কোন উপায়ে কারো উপকার করে
আমজনতা চরম আতংকে থাকে
কোন অধিকার নেয় যে পরে কেড়ে

আলোচনা সমালোচনা সকাল সন্ধ্যা
পবিত্র স্থান মসজিদেও চলে
নিজে দোয়া তুলসিপাতা নাই কোন দোষ
শাস্তি সাজা অন্যর বেলায় চলে...!!

সমাজের শালিশ বৈঠক আইন আদালত
অনন্তকাল জিম্মি রয়েই গেল
গল্পে কবিতায় কত লেখা হল
তবু্ও কি মুক্তির উপায় পেল...!!