মিথ্যে এই দুনিয়াবি মায়ার স্রোতে
ভেসে চলছি অবিরত
শৈশব কৈশোর যৌবনের সুদীপ্ত আগুনে পুড়ে
খুব অদুরে বার্ধক্যের ক্ষত....!!!
এ জীবন অনিশ্চিত নিমিষেই শেষ
বুঝেছি প্রতি ক্ষনে ক্ষনে
তবুও পাপ-পুন্য কর্মের তফাৎ খুজিনি
ছুটেছি প্রমোদের টানে....!!!
হেলায় অবহেলায় কায়ার দারুন জোরে
মেতেছি অসাধ্য সাধনে
কখনো করিনি স্বরন স্বইচ্ছায় অথবা অনিচ্ছায়
আমার শেষ যে মরনে....!!!
মিথ্যে মরিচিকায় সাজানো এ জীবন
হীন স্বার্থে ব্যস্ত সারাক্ষণ
হিসেবের খাতা খুলে দেখি আজ
করি জীবন আক্ষেপন....!!!
নিজ স্বার্থ হাছিলে বলেছি প্রতিনিয়ত
মিথ্যেটা খুব গুছিয়ে
ওপারে মাওলার দরবারে সায় দাঁড়িয়ে
পারব নিজেকে রাখতে লুকিয়ে?
সব বুঝেও কেন করেছি না বুঝার ভান
কেন সাজিয়েছি মিথ্যে তাসের ঘর
হাওয়ার গাড়ি চলে যাবে যখন মায়া ছিন্ন করে
সত্যটাও পারব না বলতে হয়ে যাব নিথর.....🌹
(নোট -আজ ১৮/০৫/২২ রোজ বুধবার এখন রাত ২.২০ মিনিট জীবন আর মরন নিয়ে ভেবে কবিতাটি লিখলাম আসলে জীবনের কোন স্বার্থকতা পাচ্ছি না......))))