খোকা যেদিন...
পৃথিবীতে আসলো…..
ওর মুখখানি দেখে নয়ন মুগ্ধ হল
আমার কোল থেকে কেউ ওকে
নিতেই পারেনি....
কি সুখে বিমোহিত ছিল সেই মুহুর্ত
ভাষায় প্রকাশ অযোগ্য................!

খোকার যা কিছু প্রয়োজন
মুহুর্তেই করেছি আয়োজন
একটু চিৎকার করলেই
আমি ওর মাকে দমকে দিতাম
আমার মা বলতেন...
আরে বাচ্চারা এমন করেই
খানিকটা লজ্জ্বাও পেতাম....!

ধীরে ধীরে খোকা বড় হল
স্কুলের গন্ডি ছাড়িয়ে
কলেজ গেল....
নিজে কষ্ট করে চললেও
খোকাকে কখনো বুঝতে দেয়নি
ভাল মানুষ গড়ার জন্য
আদর সোহাগ আর অর্থকড়ি
ঢেলেছি নিরদ্বিধায়..............!

খোকা যেদিন
মেডিকেলে চান্স পেল
অনেক কষ্টে কেনা জমিটাও বিক্রি করতে হল
ওর মা অনেক বারন করেছিল
স্ব-পাটে দুটো চড় মেরেছিলাম খুব রেগে
তুমি মা না অন্য কিছু..?
জীবনের প্রথম চড়ে খুব কেদেছিল...
ছেলে ডাক্তার হলে
আমাদের মাথা উচু হবে.........!

সাফল্যর সাথে ছেলে ডাক্তার হল
আজ খোকা বড় মানের ডাক্তার
চাকরি করে বড় হাসপাতালে
আমার ছেলে আজ প্রতিষ্ঠিত
ভাবতেই আমার বুকটা বিশাল হয়ে যায়
ওর মায়ের সাথে সেকি আমার অহংকার

হঠাৎ শুনলাম..........
ছেলে নাকি একটা মেয়েকে পছন্দ করে
সেও নাকি ডাক্তার...
শুনেই খুব ভালো লাগলো
ওর মাকে বললাম
যাক এবার ছেলের কাছেই চলে যাব
বউ-মা আমাদের সেবা করবে
বাকি দিনগুলো
আমাদের আনন্দেই কাটবে.......!

হঠাৎ শুনলাম
ওরা নাকি বিয়ে করেছে
খুব কষ্ট পেলাম
কিন্তু ততটা কষ্ট মনে হল না
ওর মা খানিক পর পর বলে
আমি ওকে জিজ্ঞেস করব
ও এতটা স্বার্থপর বেয়াদব কি করে হল..
আরে যাক আমাদের ঝামেলা একটু কমলো
বাদ দাও..........................…!

হঠাৎ সকাল বেলা...
খোকা....ফোন দিল
বাবা তুমি মাকে নিয়ে চলে এসো
এখন থেকে আমাদের সাথেই থাকবে
অত কিছু না ভেবে
ওর মাকে নিয়ে চলে এলাম খোকার বাসায়
বউ মাকে দেখেই ওর মা হাতের বালা দুটো
দিতে চাইল......
বউমা বলে ঊঠল মা আমার এসব লাগবে না
খোকা সায় দাঁড়িয়ে
ওর মায়ের চোখ ছল ছল করছে
আমি বললাম আরে ওরা এ যুগের মেয়ে
এসব পড়ে না..............!

মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ঢুকলাম
খোকার ঘরে শুনতে পেলাম
বউমা চিৎকার করে বলছে
তোমার বাবা মার সাথে
আমি থাকতে পারবো না
কই তখন তো বলোনি
তোমার বাবা মা আমার সাথে থাকবে??

আচ্ছা থাম...!!
সকালে মা-বাবা কে বলল চলে যেতে
খোকা বউয়ের কথায় কোন প্রতিউত্তর করল না
আমার মাথায় আকাশ ভেঙে পড়ল
আমাদের খোকা
কেমন যেন হয়ে গেছে
এক মায়া মমতাহীন খোকা
ওর মা এসব সহ্য করতে পারবে না....!!!

খুব সকালেই
ওর মাকে নিয়ে রওয়ানা হলাম
খোকা একটি বারের জন্য বল্লো না যাবে কেন?
আমরা চলে আসায়
ও যেন ঝামেলা মুক্ত হল......!!!

দীর্ঘদিন হল খোকা আর কোন খুজ নিল না
আজও স্বামী স্ত্রী দুজন
ওর জন্য খুব কাদি
ওকি মাবাবার জন্য একবারও কাদে না
কেন খোকা এমন হল....
দুহাত তুলে মোনাজাতে প্রার্থনা করি
রাব্বুল আলামিন আমাদের খোকাকে
তুমি ভাল রেখ.........!!!