কত লালিত স্বপ্ন ভাগ্য যাতায় পিস্ট হয়ে
পাহাড়সম বিশ্বাসের অঝোর ক্রন্দনে
ধূলিসাৎ হয়ে যায় মূহুর্তেই...!!
নীরবে ভাঙে...??
হাতে হাত রেখে দেওয়া
অজস্র প্রতিশ্রুতি...!!?
অভাব-অস্বচ্ছলতার মোহে
এই শৃঙ্খল সমাজ থেকে হারিয়ে যেতে চায়
ভাঙে আপন সংসারস্বপ্ন
ধ্বনি প্রতিধ্বনি শোনে না তো কেউ।
ভাঙে আবেগের ঢেউ।
পাখিডাকা প্রভাতে ঘুম ভাঙে...
একটি দিনের সোনালি প্রত্যাশায়
ফুলেরও ভাঙে ঘুম ছড়ায় সুভাস
আবার কারো ঘুম ভাঙে না
অপমৃত্যুতে করে আত্নগোপন
নেই কোনো শব্দ দূষণ।
প্রিয়জন আপনজন....
বুকেরধন পুত্রধন
গচ্ছিত করে কত আয়োজন
সুখ সান্নিধ্য দিতে
আধপেটে খেয়ে নিদ্রাযাপিত
একদিন সেথায় হয় নাকো ঠাই...!!!