ভাবীর প্রতি সব দেবরেরই থাকে প্রচুর টান
ভাবীকে পেতে চায়-দিয়ে যেকোন প্রতিদান
বিবাহিত কিংবা অবিবাহিত সব দেবরই নেকা
ভাবীর জন্য হৃদয়ের সব জায়গায় টুকু আছে রাখা.
ভাবীকে পেতে দেবর গং আটে নানা প্রকার ফন্দি
কখনো বা ব্লাকমেইল দ্বারা করে ভাবীকে বন্দি
জাত-কুল লাজ শরম জলাঞ্জলি দিতে সদাই রাজি
ভাবীর জন্য দিয়ে দিবে জীবন যেন আজই.
বিবাহিত পত্নীকুলে কখনো হয় যদি এক-কান
লংকাকান্ডে পাড়া গরম গোড়া হয় প্রস্থান
দেবরবিবি রাগী দারুণ চুলে রাধবে শাক
ভাবীজনা করুণ অসহায় দেখছে ঘূর্ণিপাক.
সমাজ বিধি ভাংগছে ভাবী হবে কঠিন বিচার
দেবর সাহেব নিস্পাপ সদাই নয়তো কুলাংগার
দেবর গংও বাধছে জোট ভাবীর বিচার চাই
লোক সমাজের মাথা কাটছে এই সমাজে নাই ঠাই.
ভাই সাহেব ও আছে রেগে ঠাই দেবে না আর ঘরে
চরিত্রহীনা পাপী সে যে রাখবে সমাজ বিতারিত করে
বুকে জড়িয়ে নিয়েছে ভাইকে কোন বিচার নেই
ভাইরা থাকে নিস্পাপ চিরকাল ভাবীর জায়গা কই.
যুগে যুগে দেবর কুল যে থাকে ধরা ছোয়ার বাহিরে
ভাবীরা বেচে থাকে কলংকের বোঝা নিয়ে ঘাড়ে
অন্ধত্বতা আর মূর্খতার থেকে চাই যে পরিত্রাণ
ভাবী দেবর অপরাধী সমান-বিচারো চাই সমান..!!