দু-হাত প্রসারিত করে ডেকেছো আমায়
শুন্য হৃদয়ে পুর্নতার খোজে
নির্বাক হতভম্ব হৃদয় ছিল নিশ্চুপ অসাড়তায়
মন আজ তোমায় খোজে রোজে

তোমার মনের অব্যক্ত কথাগুলো শোনার জন্য
হৃদয়ে ব্যকুলতার অভিপ্রায়
কত মিনতি কত আকুতি মান আর অভিমানে
কত স্বপ্ন ছিল দৃঢ প্রতিক্ষায়

জীবন বসন্তে মনের উল্লাসিত আনন্দে হয়নি
সবুজের পবিত্রতার সমারোহ
গভীর নিদ্রায় অচেতনে মন ছিল চরম আসক্ত
মনের সাথে তাল মিলিয়েছে দেহ.

অযত্নে অবহেলায় অযথা নানান অজুহাতে
কেটে গেছে সোনালী দিন
আপন মনে ডাকিনি-খুজিনি কোথাও অবসর
বাজাই নি প্রেম বীন.

তোমার মনের দুঃখ ব্যথাগুলো ছিল তোমারি
কখনো চাইনি বুঝতে
তোমার মাঝে ও আরেক টা তুমি আছ খুব গোপনে
চাইনি কখনো খুজতে

চাওয়া পাওয়ার হিসাব টা আজ ইচ্ছে করে মিলাতে
পেতে চাই তোমায় আপন করে
অযত্ন অবহেলা আর মান-অভিমানের যাতাকল ভুলে
ফিরে এসো প্রিয়তমা আপন নীড়ে.....!!!!