কোন অভিযোগ নেই জীবনের কাছে
আমি লজ্জিত,আমি মর্মাহত
সব অভিযোগ আমার কর্মের কাছে।
ভুল সিদ্ধান্তের অটলতায়
একঘেয়েমির দাম্ভিকতায়
ক্ষনজন্মা সুখে বিভোর হয়ে
দীর্ঘ-মেয়াদি অসুখ বাধিয়ে
জীবনটাকে করেছি যন্ত্রনাময়।
যা করা নয় সমীচীন
বুঝে জেনে করেছি ইচ্ছে মতো
বিষাক্ত ছোবল আছে জেনেও
ফনাতোলা সাপকে বুকে জড়িয়েছি
দগ্ধ হওয়ার ভয় না করে
আগুনের লেলিহানে হাত দিয়েছি।
নিষ্পাপ অনুভুতিগুলোকে
নিজ অহমিকায় পিষ্ট করেছি
কোন পাত্তাই দেইনি
সোজা পথে অর্জন কম কিন্তু ফল মধুর
তবুও হেটেছি বাকা পথে।