নিলয় পুড়িয়েছিল নিঠুর নিদাঘ
অলিন্দে ছিল বসবাস
হাওয়ার ডানায় ছিল ঝঞ্ঝার বেগ
বিধাতার ক্রুর পরিহাস!

তার তরে মৃগনাভ রেখেছি মুঠোয়
বসন্তের বাহারি বিভাস
সাঁঝের ললাট জুড়ে রক্তিম আকাশ
মরমের ব্যাকুল পিয়াস!

নিদহারা জোনাকির রাতের পাঁচালি
বাঁধভাঙ্গা জোছনা জোয়ার
তার তরে তপোবনে আরাধনা করে
যুগ যুগ কেটেছে আমার!

তার তরে মুখরতা হয়ে আছে মুক
থেমে গেছে তানপুরা সুর
ধূসর দখিনা মেঘ সে-ও যাবে ঝরে
আহা কী-যে বেদনা বিধুর!

১৯.০৮.২০১৮
মিরপুর, ঢাকা।