হাঁটু জলে এক ঠ্যাং
শাদা বক করে ধ্যান
ভাবে সবে তার মত
মুনি-ঋষি কয়জন?

একপায়ে খাড়া জলে
দৃষ্টি যে বারিতলে
যেকরেই হোক গ্রাস
ধরবে যে ছলে-বলে।

দু'চারটে চুনোপুঁটি
করছে যে খুনসুঁটি
বাগে তারে একবার
পেলে দিবে ঠোকরটি।

চুনোপুঁটি আশে পাশে
মন খুলে নাচে হাসে
পাহারায় সাদা বক
বিচরণে ভয় কীসে?

কাছে পেয়ে সাদা বক
গিলে পুঁটি গপাগপ
ক্ষুধা তার মিটে গেলে
তপে রয় নির্বাক।

ভূখা হলে আবার সে
জপমালা নিয়ে বসে
ডাকে, আয় চুনোপুঁটি-
ভাসি জলে মিলেমিশে!

(শাদা/সাদা একই অর্থে ব্যবহৃত)

১০ ডিসেম্বর ২০১৭